bgb

সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালো বিজিবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ জুন) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের শূন্য রেখায় বিজিবি’র হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাকা বিএসএফের ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই ভীম সিংকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই ডি নিতাই নান্দাকেও মিষ্টি উপহার দেয়া হয়। এ সময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাকা বলেন, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো. নাহিদ নেওয়াজের নির্দেশে বিএসএফকে ঈদ উপলক্ষে মিষ্টি উপহার দেয়া হয়েছে। মূলত সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে উভয় দেশের ধর্মীয় ও জাতীয় উৎসবে পরস্পর মিষ্টি ও ফুল উপহার দেয়া হয়। ফলে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।

এদিন গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই ভীম সিংক বিএসএফের পক্ষে সব বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।

Scroll to Top