বঙ্গবন্ধু সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়

ঈদের ছুটিতে গ্রামে ফিরছেন ঘরমুখো মানুষ। ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। এর ফলে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার।

জানা গেছে, একদিনে বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছে প্রায় চার কোটি টাকা। শনিবার বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছন। সেতু‌ চালু হওয়ার ২৬ বছরের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ টোল আদায় বলেও জানান আহসানুল কবীর।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টা থেকে শুক্রবার (১৪ জুন) রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ৩৩ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়। যা থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। আর সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ২০ হাজার ৬৮৩ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, কর্মস্থল ছুটি হওয়াতে যানবাহনের পারাপার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যানজট নিরসনে সেতুর উভয় অংশে নয়টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। এবারো ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

Scroll to Top