ferrighat

ফেরি ঘাটে মানুষের ঢল, ‘নেই ভোগান্তি’

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। তাই মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি ও লঞ্চে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। তবে নেই যানজট কিংবা ভোগান্তি। শনিবার (১৫ জুন) সকালের দিকে আবহাওয়া ভালো থাকায় স্বস্তি নিয়ে ঘাট পার হচ্ছেন যাত্রীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া আরিচা-কাজিরহাট নৌরুট দিয়ে, কয়েক দিনের জন্য যানবাহন এবং যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লঞ্চের পাশাপাশি ফেরিতে পার হচ্ছেন যাত্রী। কখনো কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে ফেরিগুলো। তবে ঘাট এলাকায় নেই ভোগান্তি কিংবা যানজট।

এ দিকে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায়, পাটুরিয়া-দৌলতদিয়া পার হতে ১০ থেকে ১৫ মিনিট বেশি সময় লাগছে। মহাসড়ক ফাঁকা ও ঘাট এলাকার স্বাভাবিক থাকায় স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন বলে জানান যাত্রীরা।

ঈদে ঘরমুখো যাত্রীরা জানান, যানজট না থাকায় তারা স্বস্তি নিয়েই ঘাট পার হয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা ও যানবাহনের চাপ বাড়ছে। তবে কোনো যানবাহনকে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে ঘাটে যাত্রীদের বেশ ভিড় দেখা গেলেও ভোগান্তি নেই। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ২৩ টি ফেরি, ৩৩ টি লঞ্চ ৪১ স্পিডবোট চলাচল করছে।

Scroll to Top