তিন দিনেও নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি

সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র ফাহিম ফয়সাল (১৯) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনসহ বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

ফাহিম গত ১২ জুন বিকেলে সাতক্ষীরা শহরের ভাড়া বাসা থেকে বের হন। পরে আর বাসায় আসেননি। খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ফাহিমের বাবা রকিবুল ইসলাম।

ফাহিম সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চলতি বছর তার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

ফাহিমের বাবা রকিবুল ইসলাম জানান, শহরের কাটিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে ফাহিম লেখাপড়া করে। গত ১২ জুন ভাই-বোনদের সঙ্গে তিনি বাইরে বের হন। পরে ভাই-বোনদের গ্রামের বাড়িতে পাঠিয়ে ফাহিম সাতক্ষীরাতেই ছিল। কিন্তু রাতে আর বাসায় ফেরেনি।

পরে অনেক খোঁজ করা হয়। কিন্তু শুক্রবার (১৪ জুন) রাত পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি। তার নিখোঁজের বিষয়টি সাতক্ষীরা সদর থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

Scroll to Top