রাজধানীর পল্টনে ফাইন্যান্স টাওয়ারের ১৫ তলা ভবনের ৫ তলায় আগুন লেগেছে। বুধবার (১২ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পল্টনের ফাইন্যান্স টাওয়ারের ১৫ তলা ভবনের ৫ তলায় আগুনের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে এখনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানানো হয়।
রাজধানীর পুরানা পল্টনের ফাইন্যান্স টাওয়ারের আগুনে আটকে পড়া এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বিলাল হোসেন নামে এক যুবক জানান, তিনি ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। আগুন লাগার পর তিনি ভবনটির সামনে উপস্থিত হন। পরবর্তীতে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে এলে তাদের সঙ্গে ভবনটির পঞ্চম তলায় প্রবেশ করেন। ভবনটির একটি রুমে আটকে পড়া ওই নারী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।