নকশা তৈরির মাধ্যমে দেশের সব নদী খুঁজে বের করবেন বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বাজেট নিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর প্রথমবার বাজেট পেশ করছে। আজকের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত মন্ত্রণালয়ের একটি নৌ মন্ত্রণালয়। মোট ১০টি খাতে বরাদ্দ দেয়া হয়েছে।’
১৫ বছরে দেশে ৩৫টি ড্রেজার আনা হয়েছে বলে জানিয়েছেন খালিদ মাহমুদ। তিনি জানান, আরও ৩৫ টি ড্রেজার আনা হবে।
দ্রুত নদী রক্ষায় জরিপ শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নকশা তৈরির মাধ্যমে প্রত্যেকটি নদী খুঁজে বরে করা হবে। এরপর দখল ও দূষণ মুক্ত করবো।’