dead22

স্বামী-সন্তান রেখে ‘টিকটকার রাসেলের’ কাছে গিয়ে লাশ হলেন আবিদা

পরিচয়ের মাধ্যম টিকটক। এরপর স্বামী সন্তানকে রেখে টিকটকার রাসেলের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন আবিদা। যুগলবন্দির পর থেকেই পরস্পরের মধ্যে অবিশ্বাস থেকে শুরু হয় দ্বন্দ্ব। একপর্যায়ে স্ত্রী আবিদাকে অমানবিক শারীরিক নির্যাতন করেন রাসেল।

অবস্থা বেগতিক দেখে মুমূর্ষু আবিদাকে নিয়ে কয়েকটি হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভুয়া পরিচয়ে ভর্তি করে রাসেলের মা এবং বোন। এরপর তাকে রেখে পালিয়ে যান তারা।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, সিসিটিভির ফুটেজ ও জাতীয় পরিচয়পত্র শনাক্তের মাধ্যমে আবিদার আসল পরিচয় জানা যায়। সেই তথ্য অনুসরণ করে রাসেল এবং তার মাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবিদাকে হত্যার কথা স্বীকার করেছেন টিকটকার রাসেল ও তার মা। রাসেলের পলাতক বোনকে গ্রেফতারে কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

Scroll to Top