ঈদুল আজহা উপলক্ষে শুরু হলো মিরপুর ফার্নিচার ঈদ উৎসব । সোমবার রাজধানীর শেওড়াপাড়ায় মেহফিল কনভেশন হলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ঈদের আগের রাত পর্যন্ত আগারগাঁও থেকে মিরপুর ১০ পর্যন্ত রাস্তার দুই পাশে সব ফার্নিচারে দোকানে চলবে এ মেলা। উৎসবে ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা থাকবে।
মেলা উপলক্ষে প্রতিটি শোরুমে রয়েছে বিশেষ ছাড়সহ আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা। প্রতি ২০ হাজার টাকার কেনা কাটায় ক্রেতারা ১টি করে স্ক্র্যাচ কার্ড পাবেন, যার মধ্যে রয়েছে পুরস্কার।