হবিগঞ্জের লাখাই উপজেলায় নদীর পাড় থেকে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশে বিষের বোতল ও একটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার ঝনঝনিয়া নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান লাখাই থানার ওসি মো. আবুল খায়ের।
নিহত রিবন রুপা দাস (৪০) উপজেলার ভবানীরপুর গ্রামের অজয় দাশের স্ত্রী। তিনি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা ছিলেন।
ওসি আবুল খায়ের জানান, ঝনঝনিয়া নদীর পাড়ে রুপা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ছাড়া মৃতদেহের পাশে তিনটি বিষের বোতল ও একটি চিরকুট পাওয়া গেছে বলে জানান তিনি।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান বলেন, “ওই স্কুল শিক্ষিকার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষিকার অনেক টাকা ঋণ ছিল। ঋণের চাপে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।”
২০২২ সালে রিবন রুপা দাস শিক্ষকতায় জাতীয় পর্যায়ে সেরা উদ্ভাবক হয়েছিলেন। এর আগে ২০১৮ সালে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি।