COMILLA ELECTION

কুমিল্লার তিন উপজেলাতেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা

ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে কুমিল্লার তিন উপজেলাতেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে শুধুমাত্র মেঘনা উপজেলার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন বিএনপি সমর্থিত বলে জানা গেছে। সে হিসেবে তিন উপজেলার ৯টি পদের মধ্যে তিন চেয়ারম্যানসহ ৮টি আওয়ামী লীগ আর একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন। যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সিদ্ধান্তে এ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে।

নির্বাচিত প্রতিনিধিরা হলেন: মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম তাজ। তিনি পেয়েছেন ১৮ হাজার ৬০০ ভোট। ভাইস চেয়ারম্যান পদের চশমা প্রতীকের প্রার্থী আবুল কালাম পেয়েছেন ১৮ হাজার ৩০৯ ভোট। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের প্রার্থী দিলারা শিরিন পেয়েছেন ২০ হাজার ৩৫০। তিনি বিএনপির সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।

লাকসাম উপজেলা পরিষদের নির্বাচিতরা হলেন: চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী অ্যাড. ইউনুস ভূঁইয়া। তিনি পেয়েছেন ৮১ হাজার ৩৯৫টি ভোট। ভাইস চেয়ারম্যান পদে মহব্বাত আলী তালা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৬৫১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকের পড়শী সাহা ৮৪ হাজার ৩৪২ ভোট পেয়েছেন।

মনোহরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিতরা হলেন: চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের আব্দুল মান্নান ৭৭ হাজার ১১ ভোট, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের আমিরুল ইসলাম ৮৮ হাজার ১৫৪ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের প্রার্থী শিরিন আক্তার ৯১ হাজার ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রথম ধাপের এ নির্বাচনে তিন উপজেলা ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থিতা করেছেন।

Scroll to Top