৮ ঘণ্টা পর নিভল খুলনার জুট মিলে লাগা আগুন, চলছে ডাম্পিং

প্রায় ৮ ঘণ্টা পর খুলনার রূপসা উপজেলার জাবুসায় সালাম জুট মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ও নৌবাহিনীর দুইটি ইউনিটের প্রচেষ্টায় গতকাল বুধবার (৩ এপ্রিল) রাত ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন চলছে ডার্মিংয়ের কাজ চলছে। এ ঘটনায় জুট মিলের চারটি গোডাউনে থাকা কাঁচা পাট ছাড়াও প্রক্রিয়াজাত করা সব পাটই পুড়ে গেছে।

খুলনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল কাদির জানান, বিকেল ৫টা ৩৮ মিনিটে রূপসা উপজেলার জাবুসা এলাকার সালাম জুট মিল নামের ওই পাট কলে আগুন ধরে যায়। মিলের দুটি গুদাম এবং কারখানা পুড়ে গেছে।

তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে মিলের মালিক আব্দুস সালাম জানান আগুনে রপ্তানিমুখী এই মিলের ১২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে এখানে সাড়ে পাঁচশ শ্রমিক কর্মরত রয়েছে। ইফতার এবং নামাজের বিরতির কারণে কেউ হতাহত হননি।

বিকেলে পাটকলের বাইরে থেকে আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। একইসঙ্গে স্থানীয়ভাবেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলতে থাকে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

 

Scroll to Top