যশোরের পথে ১২০ কিলোমিটার বেগের পরীক্ষামূলক ট্রেন

ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত ১২০ কিলোমিটার বেগের পরীক্ষামূলক ট্রেন ছেড়ে গেছে। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ভাঙ্গার বামনকান্দা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। আগামী রবিবার (৩১ মার্চ) সকালে একই সময়ে ট্রায়াল ট্রেনটি চলাচল করবে। ট্রেনটিতে চালক হিসেবে রয়েছেন মো. সাখাওয়াত হোসেন।

এ বিষয়ে ভাঙ্গার রেলস্টেশন মাস্টার মো. জিল্লুর রহমান বলেন, শনিবার সকাল ৮ টা ৪১ মিনিটে উচ্চ গতিসম্পন্ন এই পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রুপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ১২০ কিলোমিটার গতির ট্রেনটির যশোর পৌঁছাতে সময় লাগে এক ঘণ্টা।

ঢাকা-যশোর রেলপথের ভাঙ্গা পর্যন্ত আগে থেকেই ট্রেন চলাচল করছে। ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোর অংশের রেলপথ নির্মাণের কাজও প্রায় শেষ দিকে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একটি মালবাহী ট্রেন যশোরের উদ্দেশে ছেড়ে গেছে। সেই ট্রেনটি আবার আজ ভাঙ্গা ফেরত আসবে। এরপর যাত্রীবাহী বগি নিয়ে ফের যশোরের উদ্দেশে যাবে ট্রেনটি। আগামীকাল রোববারও এভাবে কয়েকবার পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে।

 

Scroll to Top