প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারের আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আজ রোববার সকালে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটের দিকে রুপগঞ্জের গাউছিয়া ভুলতা কাঁচাবাজারে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১০ ইউনিটের চেষ্টায় রোববার ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, শনিবার দিবাগত রাত সোয়া ৩টার কিছুসময় পর ভুলতা কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচল স্টেশনের ১০ ইউনিট কাজ শুরু করে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই কাঁচাবাজারের ভেতরে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসেরকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সবজি, টিন ও মুদি দোকানসহ প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফখরুদ্দিন জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাণ জানা যায়নি।