সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিকআপ ভ্যান ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), পুশ পাত্রের স্ত্রী সুচিতা পত্র (৩৫) ও পুশ পাত্রের ৫ মাসের শিশু, অন্যজনের পরিচয় পাওয়া যায়নি ৷ আহতরা হলেন- সন্তোষ পাত্রের ছেলে পুশ পাত্র (৪০), পুশ পাত্রের ছেলে জিদান পাত্র (১৮), পুশ পাত্রের (৫ বৎসরের) মেয়ে শিশু ও লেগুনা চালক সহ অন্যান্য আহতদের নাম যানা যায়নি৷
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিলেট তামাবিল মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে হরিপুর অভিমুখে গরু বোঝাই পিকআপ এর সঙ্গে উপজেলার চিকনাগুল হতে ছেড়ে আসা মোকামপুঞ্জিগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে ২ জন নিহত হন। পরে জৈন্তাপুর হাসপাতালে এক শিশু এবং উসমানী মেডিকেলে একজন নিহত হন। এছাড়া এক শিশুসহ ৭ জন গুরুতর আহত হন।
যানা যায়, পুশ পাত্রের পুরো পরিবারের সদস্যরা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল হতে উপজেলার মোকামপুঞ্জি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, যুবলীগ নেতা কুতুব আলী সহ স্থানীয়রা। এসময় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার পর হতে দুপুর ২টা পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে প্রশাসনের ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী বলেন, আমার ইউনিয়নের লব পত্রের পরিবারের সদস্যদের নিয়ে দুর্ঘটনায় পতিত হয় এতে ৩ জন ঘটনাস্থলে মারা যান।