বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের ঢেকিবুনিয়া এলাকা থেকে কয়েক দফায় গুলির শব্দ শোনা গেছে।
গত রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকালে গোলাগুলির শব্দ পাওয়া যায়। এর আগে শনিবার রাতেও গোলাগুলি আওয়াজ পাওয়া যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয়রা জানান, দু’দিন ধরে মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলিতে আতঙ্কের মধ্যে আছেন তারা। সীমান্ত এলাকায় কাজকর্ম করতে ভয় পাচ্ছেন।
এদিকে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বন্ধ হয়ে যাওয়া সাতটি স্কুল এখনো খোলেনি। পরিস্থিতি পুরো স্বাভাবিক হলে কর্তৃপক্ষের কাছে আবেদনের মাধ্যমে বন্ধ স্কুলগুলো খুলে দেওয়া হবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হুসাইনি।
মিয়ানমার জান্তা বাহিনীর হাতছাড়া হওয়া আরকান আর্মি নিয়ন্ত্রিত তুমব্রু রাইট ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে প্রতিপক্ষ অপর বিদ্রোহীরা তাদের ওপর পাল্টা গুলি চালায় বলে জানা গেছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ গণমাধ্যমকে জানান, আবরও গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছে তার এলাকার হাজারও মানুষ। তবে লোকজন কাজকর্ম স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন।