ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী প্ল্যাটফর্মে সাগরিকা এক্সপ্রেস নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার বিকালে ফেনী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফেনী রেল স্টেশন মাষ্টার মোহাম্মদ হারুন জানান, সাগরিকা এক্সপ্রেসের একটি বগির ৪টি চাকা রেল লাইনের বাইরে পড়ে যায়। এর ফলে একটি বগির সাথে থাকা অপর তিন বগি সহ চারটি বগি আটকা পড়ে। আটকে থাকা বগির যাত্রীদের অন্য বগিতে তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কি কারনে এ দূর্ঘটনা ঘটেছে তাত্ক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি। সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাষ্টার। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।