শরীয়তপুরের নড়িয়া পৌর বাজারে আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নড়িয়া বাজার ব্রিজ রোডে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে নড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।
অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত কীভাবে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আইপিএস ব্যাবসায়ী মাহবুবের দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা ব্যবসায়ীদের।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে মাহিয়া ইলেক্ট্রনিক্স ও বাবুল ইলেক্ট্রনিক্সের মাঝামাঝি প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে আশপাশের দোকানে। খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে আশপাশের ছয়টি দোকান পুড়ে যায়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন ফার্মেসি ব্যবসায়ী আক্তার খান, আইপিএস ব্যবসায়ী মাহবুব, ইলেকট্রিক ব্যবসায়ী বাবুল, ফার্নিচার ব্যবসায়ী ইদ্রিস, থাই গ্লাস ব্যবসায়ী নাসির শেখ ও হিরন।
নড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নড়িয়া ইউনিট দল তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ছয়টি দোকান পুড়ে যায়।