দুদিন যেতে না যেতেই আবারও পড়েছে ঘন কুয়াশা। রোববার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে।
সকাল থেকে কুয়াশার তীব্রতায় ঢাকা পড়ে পথঘাট। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহন। আজ রোববার সকালে জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে দেখা গেছে এই চিত্র।
সকালে কুয়াশার পরিমাণ আরও বাড়ায় দেখা দিয়েছে দুর্ভোগ। এদিকে ঘন কুয়াশার কারণে সকাল থেকেই পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে রয়েছে ধীর গতি!দুর্ঘটনা এড়াতে পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে ভোর থেকে চলাচল করছে। এছাড়া অন্যান্য দিনের তুলনায় মহাসড়কে যানবাহন চলাচল কম রয়েছে।