নাশকতা বা নির্বাচনবিরোধী যে কোনো প্রচেষ্টা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রস্তুতি নেওয়া আছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেন, নাশকতাকারীদের তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। গোপন রাখা হবে তথ্যদানকারীর পরিচয়ও।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্বাচন নিয়ে একটি পক্ষ নাশকতা চালানোর চেষ্টা করছে। যদি কেউ আমাদের কাছে এ ধরনের তথ্য দেয় তাহলে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা দেয়া হবে। তথ্যর ওপর ভিত্তি করে প্রয়োজনে এ পরিমাণ আরও বাড়ানো হবে।
তিনি বলেন, যিনি তথ্য দিবেন তার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। যাতে তার নিরাপত্তা বিঘ্নিত না হয়।আইজিপি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড করতে প্রার্থীদের প্রতিটি অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হচ্ছে।