ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
পদ্মা ও যমুনায় ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চসহ সব ধরনে নৌযান চলাচল বন্ধ রয়েছে। রাতে ঘাট ছেড়ে যাওয়া তিনটি লোড ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার রাত ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
মো.সালাহউদ্দিন বলেন, মধ্যরাতের পর থেকেই হঠাৎ করে পদ্মায় কুয়াশা পড়তে শুরু করে। এতে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে রাত ৩ টা ৪০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।