মেট্রোরেলের যেসব স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের যে দুটি স্টেশন বন্ধ ছিলো আজ তা খুলে দেওয়া হচ্ছে। মেট্রোরেলের কাওরান বাজার ও শাহবাগ স্টেশন চালুর মধ্য দিয়ে আজ উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশনের দরজা উন্মুক্ত হচ্ছে যাত্রীদের জন্য।

এদিকে রবিবার (৩১ ডিসেম্বর) ইংরেজি নতুন বর্ষবরণ এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাতে ফানুস না ওড়ানোর জন্য মেট্রো কর্তৃপক্ষ সকলের উদ্দেশ্যে অনুরোধ করেছেন।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব তথ্য জানান।

এদিকে সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রো চলছে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

মেট্রোরেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমআরটি লাইন ৬- উভয় পাশে এক কিলোমিটারের মধ্যে যারা বসবাস করেন তারা বিভিন্ন বিনোদন সামগ্রী যেমন ফানুস বাঁ ঘুড়ি ওড়ানো থেকে নিজেদের বিরত রাখলে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

Scroll to Top