সহিংসতা ও নাশকতার ঘটনায় গত ৪৮ দিনে সারাদেশে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন ৮৭৯ জন।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এএসপি মু. আল আমিন সরকার।
তিনি বলেন, সবশেষ আজ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় শাহজাদপুর পৌর বিএনপির সক্রিয় সদস্য মো. ফেরদৌস হোসেনকে গ্রেফতার করে র্যাব। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতার ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় মোট ৮৭৯ জনকে গ্রেফতার করে র্যাব।
এএসপি মু. আল আমিন সরকার বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায়।