ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত দুইদিন সারাদেশ জুড়ে হয়েছে বৃষ্টি এবং এর প্রভাবে গত দুই দিনে কমে যেতে শুরু করেছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে। তবে, আর বৃষ্টির সম্ভাবনা নেই এবং রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
তিনি বলেন, \’আগামী ২৪ ঘণ্টায় আর বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। সূর্যও উঠতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে যেতে পারে। ১৪ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা অল্প অল্প করে কমতে থাকবে এবং শীত পড়বে। এরপর দ্রুত তাপমাত্রা কমবে এবং এই মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বান্দারবানে ২৯ মিলিমিটার। এছাড়া সিলেটে ২৮, ফেনী ও টাঙ্গাইলে ২৩, টেকনাফ ও নিকলীতে ২০, ময়মনসিংহ ও রাজশাহীতে ১৯, বগুড়ায় ১৮, শ্রীমঙ্গল ও তাড়াশে ১৭, ঈশ্বরদীতে ১৬, কুমারখালি ও ফরিদপুরে ১৫, ঢাকায় ১৩, নেত্রকোনায় ১২, চুয়াডাঙ্গায় ১১ এবং কুতুবদিয়ায় ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।