আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

ঢাকার আশুলিয়ায় চলন্ত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বারইপাড়া এলাকায় এ আগুন দেয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, সাভার পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি নবীনগরগামী লেন দিয়ে যাচ্ছিল। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজামান বলেন, কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশে ফিরছিল সাভার পরিবহনের একটি বাস। বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে বাসের পেছনের অংশে আগুন দেখতে পায় চালক। তখনই বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চালকের ধারণা যাত্রী বেশে বাসটিতে উঠেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় আশুলিয়ার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Scroll to Top