ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে চট্টগ্রাম-সিলেট রুটের আপলাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ রোববার (১৯ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এলাকায় ওই ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম ও সিলেটের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।