রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর তেজগাঁওয়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের আলাদা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

আজ রোববার রাত ৮ টা ২২ মিনিটে আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

রাকিবুল হাসান জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আমাদের ২ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এর আগে আজ দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, যাত্রীবেশে ওঠা কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে নেমে যায়।

এ নিয়ে শনিবার রাত থেকে রাজধানীতে ৯টি বাসে আগুনে দেওয়ার ঘটনা ঘটলো। এর আগে রাজধানীর কাফরুল, আরামবাগ, গাবতলী, গুলিস্তান, আগারগাঁও, যাত্রাবাড়ী এবং শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালের সামনে ৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর মধ্যে শনিবার রাতে যাত্রাবাড়ীর বাসে অগ্নিকাণ্ডের এক যাত্রী দগ্ধ হয়েছেন। তিনি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

Scroll to Top