এক ঘণ্টার ব্যবধানে সন্ধ্যার পর তিনটি বাসে আগুন

রাজধানী ঢাকায় ও গাজীপুরের শ্রীপুরে সন্ধ্যা থেকে একঘন্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর বনানী এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের শ্রীপুরে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

আগুন নেভাতে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন নিভে যাওয়ায় তাদেরকে কিছু করতে হয়নি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতিবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আবু তালহা বিন জসিম। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে আগুন নেভায়।

গাজীপুরের শ্রীপুরে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় শ্রমিকবাহী একটি বাসে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

Scroll to Top