‘সড়ক নিরাপত্তা আইন’ নামে নতুন আইনি কাঠামো চায় নিসচা

সংগৃহীত ছবি

সড়কে দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে ‘সড়ক নিরাপত্তা আইন’ নামে নতুন একটি আইনি কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

আজ রোববার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক নিরাপত্তার জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। তৃণমূল পর্যায় থেকে শিক্ষার মাধ্যমে এর বিস্তার ঘটাতে হবে।

জাতীয় প্রেস ক্লাবে রোববার ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩’ উপলক্ষ্যে অক্টোবর মাসব্যাপী সংগঠনের কর্মসূচি ঘোষণাকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবস দেশব্যাপী পালিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-নিসচার মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মঞ্জুলী কাজী, বেলায়েত হোসেন খান প্রমুখ।

ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিসচার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে-বিভিন্ন জেলায় যানবাহনের গতিসীমা নির্ধারণসংক্রান্ত গোলটেবিল বৈঠক, রাজধানীসহ সারাদেশে সড়ক ব্যবহারে নিরাপত্তা ও সচেতনতামূলক কার্যক্রম, চালক প্রশিক্ষণ কর্মশালা, ৫শ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ও প্রশিক্ষণরত শিক্ষকদের মাঝে সড়ক নিরাপত্তামূলক কর্মশালা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিসচার চেয়ারম্যান বলেন, সরকার এ বছর জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচিতে রাজধানীর ৫০টি স্কুল ও সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ১০টি করে স্কুলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তার ওপর উদ্বুদ্ধমূলক কর্মসূচি হাতে নিয়েছে। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি। আমরা সরকারের প্রতি দাবি জানিয়েছি-প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট, গার্লসগাইড ক্লাব, রোভার স্কাউটের আদলে স্বতন্ত্র ‘সড়ক নিরাপত্তা ইউনিট’ গঠনের। যার মাধ্যমে সারা বছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তার ওপর শিক্ষার্থী প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এতে তৃণমূল থেকে সড়ক নিরাপত্তার প্রতিটি বিষয় নিশ্চিত হবে।