বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কতা

সংগৃহীত ছবি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে গতকাল কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটের বঙ্গোপসাগরের গোলগড়া নামক স্থানে স্পিডবোট ডুবে ফিরোজা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। এর আগে স্থানীয় প্রশাসন গতকাল সাগরে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল।

সাগরে লঘুচাপ, স্পিডবোট ডুবে নারীর মৃত্যু

লঘুচাপের ফলে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় গতকালই চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

বৃষ্টি বাড়ায় সারা দেশে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রাও।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। মৌসুমি বায়ুও মোটামুটি সক্রিয়। সব মিলিয়ে আগামী এক সপ্তাহ সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত থাকবে।

এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মহানন্দা ও করতোয়া ছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদীর পানি কমছে, যা আজ সকাল ৬টা পর্যন্ত কমতে পারে।

আজ নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। গতকাল বিকেল ৩টায় করতোয়া নদীর পানি গাইবান্ধার চক রহিমপুর স্টেশনে বিপত্সীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে স্পিডবোট, নারীর মৃত্যু

গতকাল দুপুরে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটের সাগরের গোলগড়া নামক স্থানে স্পিডবোট ডুবে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য ফিরোজা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। স্পিডবোটটিতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকসহ ২৪ জন যাত্রী ছিলেন।

নওগাঁয় নতুন এলাকা প্লাবিত; পানিবন্দি ১০ থেকে ১২ হাজার পরিবার

নওগাঁর আত্রাই নদে পানি বেড়ে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে আত্রাই উপজেলার অন্তত আরো তিনটি স্থানে পাকা সড়ক ও বাঁধ ভেঙে গেছে।

গোবিন্দগঞ্জে ভাঙনের ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

গোবিন্দগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া করতোয়া ও বাঙ্গালী নদীতে পানি বাড়ায় উপজেলার দুই ইউনিয়নের তিন-চারটি পয়েন্টে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।