উত্তরাঞ্চলে পরিস্থিতি আজ স্বাভাবিক হতে পারে

সংগৃহীত

সারাদেশে উত্তরাঞ্চলে গতকাল সোমবার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে এসেছে। তবে দুই দিনের ভারি বৃষ্টিতে উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদীর পানি বেড়েছে। এতে কুড়িগ্রাম, নওগাঁ ও দিনাজপুরের নিম্নাঞ্চল এবং ফসলি জমি প্লাবিত হয়েছে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরাঞ্চলসহ সারা দেশে বৃষ্টি অনেকটাই কম থাকবে, বলেছে আবহাওয়া অফিস। ফলে এসব এলাকার পরিস্থিতি আজ স্বাভাবিক হয়ে আসতে পারে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘মূলত স্থানীয় বৃষ্টিপাতের কারণেই নদীর পানি বেড়েছে। আশা করছি মঙ্গলবার এটা স্বাভাবিক হয়ে যাবে।

’ পাউবো জানিয়েছে, তিস্তাসহ দেশের উত্তরাঞ্চলের নদ-নদীর পানি আজ কমতে পারে। উত্তর-পশ্চিমাঞ্চলের মহানন্দা, ছোট যমুনা, করতোয়া ও আত্রাইয়ের পানি আজ স্থিতিশীল থাকতে পারে।

পাউবোর সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল বিকেল ৩টায় তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপত্সীমার ৩ সেন্টিমিটার, যমুনেশ্বরীর পানি রংপুরের বদরগঞ্জ স্টেশনে ২০ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি দিনাজপুর স্টেশনে বিপত্সীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘আজ (গতকাল) উত্তরাঞ্চলসহ সারা দেশেই বৃষ্টি অনেকটা কমেছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি মোটামুটি কম থাকবে। ফলে এ সময় তাপমাত্রা বাড়তে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।