ফ‌রিদপু‌র জেলায় ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ২৯৬

সংগৃহীত ছবি

ফরিদপুর জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছে ১২৫ জন। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৯৯ জন।

নিহত দুই নারীর নাম ফেরদৌসি বেগম (৪৮) ও সুরাইয়া বেগম (২৫)। ফেরদৌসি বেগম জেলার নগরকান্দা উপজেলার জুংগুরদিয়া গামের আব্দুস সামাদের স্ত্রী এবং সুরাইয়া বেগম গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।

দুইজ‌নের বা‌ড়িই জেলার সালথা উপ‌জেলায়। এ নি‌য়ে মোট মৃত‌্যু হ‌লো ৪০ জ‌নের। তারা হ‌লেন, জেলার স‌ালথা উপ‌জেলার ফুলবা‌ড়িয়া গ্রা‌মের ম‌জিবর মোল্লার স্ত্রী সা‌লেহা বেগম (৬২) ও একই উপ‌জেলার গ‌ট্টি গ্রা‌মের হা‌ফিজু‌লের স্ত্রী তাস‌লিমা বেগম (১৮)। দুইজনই ফ‌রিদপুর শেখ মু‌জিব মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন ছি‌লেন।

ফ‌রিদপু‌রের সি‌ভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান ব‌লেন, গত ২৪ ঘণ্টায় জেলার বি‌ভিন্ন হাসপাতা‌লে নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছে ২৯৬ জন। এ নি‌য়ে বর্তমা‌নে মোট ৭৭৮ জন বি‌ভিন্ন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।