বাড়তে পারে বৃষ্টি, মৃদু তাপপ্রবাহ কমার পূর্বাভাস

সংগৃহীত ছবি

দেশের ৩৫ জেলায় গতকাল রবিবারের মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বৃষ্টি বাড়তে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও অনুমান করা হচ্ছে। এতে একাধিক অঞ্চল থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হতে পারে। এ ছাড়া ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল জানান, ‘বছরের এই সময়টায় বৃষ্টিপাত না থাকলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়ে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে এরই মধ্যে আর্দ্রতা কমে শুষ্কতা বাড়ছে। ভোরের দিকে হালকা শীতের বাতাসও বইছে। চলতি মাসের শেষের দিকে মৌসুমি বায়ু বিদায় নিলে বিভিন্ন স্থানে কুয়াশা ও শিশির পড়া শুরু করবে। এরই মধ্যে অবশ্য দেশের অনেক জায়গায় তা পড়তে শুরু করেছে। মাসের শেষের দিকে তাপমাত্রা কমে হালকা শীতের অনুভূতি পাওয়া যেতে পারে।