আওয়ামী লীগের একাধিকবারের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মারা যাওয়ায় শূন্য হয়েছে নাটোর-৪ আসন (গুরুদাসপুর-বড়াইগ্রাম)। এই আসনে এ বছরের ১১ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
এছাড়াও বৈঠকে এ বছরের আইন অনুযায়ী যারা ভোটার হতে পারে নাই তাদের মধ্যে চলতি বছরের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তারা ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন বলে সিদ্ধান্ত হয়।
গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা যান।