বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে , যমুনা তীরবর্তী গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আগামীকাল থেকে উন্নতি হতে পারে। এরই মধ্যে গত কয়েক দিনের বন্যার পানিতে জামালপুর জেলার দুই উপজেলায় প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানির কারণে বন্ধ হয়ে গেছে ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। এ পানিতে প্লাবিত হয়েছে ছয় উপজেলার এক হাজার ৩২৮ হেক্টর রোপা আমনের ক্ষেত।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্যানুসারে, গতকাল (শুত্রুবার )সন্ধ্যায় যমুনা নদী গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা, বগুড়ার সারিয়াকান্দি, জামালপুরের বাহাদুরাবাদ, টাঙ্গাইলের পোড়াবাড়ী এবং সিরাজগঞ্জের কাজিপুর ও সিরাজগঞ্জ স্টেশনে বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া গতকাল সন্ধ্যায় বলেছেন , যমুনার পানি বাড়ার সম্ভাবনা নেই আর। তীরবর্তী জেলাগুলোর নিম্নাঞ্চলে রবিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে যমুনা তীরের পাঁচ জেলায় যখন স্বল্পমেয়াদি বন্যা চলছে তখন চার দিন ধরে দেশের কিছু জেলার ওপর দিয়ে বয়ে গেছে মৃদু তাপপ্রবাহ।
গতকালও দেশের ১৭ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, গতকাল রাজশাহী বিভাগের সব জেলা এবং টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আজ কিছু কিছু এলাকা থেকে কমে আসতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ‘আগামীকাল (আজ) বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আগামী দুই-তিন দিন বৃষ্টি বাড়ার এই প্রবণতা থাকতে পারে। এ ছাড়া ৪ সেপ্টেম্বরের দিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব আমাদের দিকে কম থাকবে, মূলত পশ্চিমবঙ্গ ও ওড়িশার দিকে এর প্রভাব বেশি থাকবে।’
জামালপুরে ৩৫ হাজার মানুষ পানিবন্দি, ১৩২৮ হেক্টর আমনের ক্ষেত প্লাবিত
গতকাল (পহেলা সেপ্টেম্বর ) জামালপুর জেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানি ঢুকে পড়েছে অনেকের ঘরে। প্লাবিত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও ফসলের ক্ষেত।
জেলা প্রশাসন সূত্র জানায়, কয়েক দিনের বন্যায় ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। দুই ইউনিয়নের আট হাজার ২৩০টি পরিবারের প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুটি আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১০৫টি পরিবার।
এ ছাড়া ইসলামপুর উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্লাবিত হয়েছে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার এক হাজার ৩২৮ হেক্টর রোপা আমনের ক্ষেত।
গোয়ালন্দে পদ্মার পানি বেড়ে চার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত
পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নদীতীরবর্তী দৌলতদিয়া, দেবগ্রাম, ছোটভাকলা ও উজানচর ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. নুরুল আনোয়ার মিলন জানান, পদ্মায় পানি বেড়ে দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের যাতায়াতের জন্য পদচারী সেতুর (ওভার ব্রিজ) একাংশ পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মেরামত না করায় সেখানে ঝুঁকির মুখে যাতায়াত করছে নারী, শিশুসহ অনেক মানুষ।