আজ থেকে বরগুনা-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হবে

সংগৃহীত ছবি

বরগুনা-ঢাকা রুটে আবারও শুরু হচ্ছে লঞ্চ চলাচল । আজ বিকেলে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে আসবে। এম কে শিপিং লাইনসের বরগুনা লঞ্চঘাটের ব্যবস্থাপক এনায়েত হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

যাত্রী সংকটের কারণ দেখিয়ে গত ২২ আগস্ট বরগুনা-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল লঞ্চঘাটের মালিকপক্ষ।

বরগুনা পৌর এলাকার একাধিক ব্যবসায়ীরা জানান, সড়কপথে মালামাল পরিবহনে খরচ দ্বিগুণ পড়ে। তবে আবার এই নৌরুটে লঞ্চ চালু হতে যাচ্ছে এ সংবাদে জেলার ব্যবসায়ীদের মাঝে আনন্দ বিরাজ করছে। তাছাড়া আগের তুলনায় ভাড়াও কিছুটা কমিয়েছে মালিকপক্ষ। বরগুনা-ঢাকা ডেক ভাড়া করা হয়েছে ৫০০ টাকা। সিঙ্গেল কেবিন এক হাজার ৩০০ টাকা, ডাবল কেবিন দুই হাজার ৫০০ টাকা এবং ভিআইপি কেবিনের ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা মাহাতাব বলেন, আমার মায়ের অপারেশন হয়েছে বরগুনাতে। তার শারীরিক অবস্থা ভালো না। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। মা দূরের পথ লঞ্চ ছাড়া অন্য যানবাহনে যেতে পারেন না। লঞ্চ সার্ভিস বন্ধ থাকায় তাকে ঢাকা নিয়ে যেতে পারিনি। তবে আবার চালু হতে যাচ্ছে ফলে মাকে ঢাকায় নিতে পারবো।

লঞ্চ চলাচল শুরু হচ্ছে জানিয়ে গতকাল বুধবার দুপুরে বরগুনা শহরে এমকে শিপিং লাইনসের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বরগুনা-ঢাকা লঞ্চ চলাচল শুরু হবে শুনে ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

বরগুনা শহরের ব্যবসায়ী আবদুর রহিম জানান, ‘লঞ্চ চলাচল শুরু হওয়ায় আমরা ব্যবসায়ীরা এখন লঞ্চে নিরাপদে মালামাল আনতে পারব।’

এমকে শিপিং লাইনসের বরগুনা লঞ্চঘাটের ব্যবস্থাপক এনায়েত হোসেন বলেন, আজ ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে আসবে।

যাত্রীদের কথা বিবেচনা করে মালিকপক্ষ লঞ্চের ভাড়া কমিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) বরগুনা নদীবন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বরগুনা-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হবে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট যাত্রীসংকটের অজুহাতে বরগুনা-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল মালিকপক্ষ।