বরগুনার পাথরঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নে জাল টেনে ৯৫টি জীবন্ত ইলিশ মাছ পাওয়া গেছে।
রায়হানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাড়ির সিদাম মিয়ার এ ইলিশের সন্ধানে সারা এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
গত মঙ্গলবার পাথরঘাটার রায়হানপুর পাড়ায় দৈত্যাকার বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা শুরু হলে অন্যান্য মাছের পাশাপাশি ইলিশ মাছ জালে ঢুকে পড়ে। মোট ৯৫টি জীবন্ত ইলিশ ধরা পড়েছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, এই দীঘিতে প্রতি বছরই মাছ ধরা হয়। এই দীঘিতে অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছ পাওয়ায় সবাই উৎফুল্ল।
দীঘিতে ইলিশ পেয়ে আমাদের খুব ভালো লাগে বলে জানান বৃদ্ধ আলম চৌধুরী। বাকি ইলিশ মাছের অর্ধেক জেলেদের দেওয়ার পর আমরা আমাদের গোত্রের সকলের মধ্যে সমানভাবে বিতরণ করেছি।
এ প্রসঙ্গে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, জোয়ারের পানিতে খাল দিয়ে হ্রদে প্রবেশ করতে পারে ইলিশ। তিনি বলেন, হ্রদের পানি লবণাক্ত হলে এবং নদীর মতো খাবার পেলে ইলিশ বাঁচানো যাবে।