দেশের কিছু এলাকায়, আজকের বৃষ্টিপাত মঙ্গলবারের তুলনায় একটু বেশি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে। তবে, এই সময়ে, উত্তরাঞ্চলে দেশের অন্যান্য এলাকার তুলনায় সামান্য ভারী বৃষ্টিপাত হতে পারে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তাতীরের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করলেও দেখা দিয়েছে নদীভাঙন।
অন্যদিকে, উত্তরাঞ্চলের নদ-নদীগুলোর পানির স্তর এখন যেখান থেকে নামতে পারে। টাঙ্গাইলের পোড়াবাড়ি পয়েন্টে যমুনার পানি এখন বিপদসীমার কাছাকাছি চলে আসতে পারে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী সপ্তাহে বন্যার কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে
এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। আগামী দুই দিন বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া বিভাগের একজন আবহাওয়াবিদ। গতকাল মনোয়ার হোসেন বলেন, মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
আগামী দুই দিন (বৃহস্পতিবার ও শুক্রবার) একই ধরনের বৃষ্টিপাত হতে পারে। এরপর সামান্য পরিবর্তন হলেও আগামী বুধবার পর্যন্ত পরিস্থিতি একই থাকবে। আমি বিশ্বাস করি না যে এই মাসের শুরুতে যতটা বৃষ্টিপাত হয়েছিল ততটা তীব্র বৃষ্টির অভিজ্ঞতার কোন সম্ভাবনা আছে। আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের রংপুর ও দিনাজপুরে অন্যান্য অঞ্চলের তুলনায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত গতকাল আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে ২১টিতে আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০২ মিলিমিটার। এছাড়া কক্সবাজারে ৮৩ মিলিমিটার, কুষ্টিয়ার কুমারখালীতে ৭৫ মিলিমিটার এবং বগুড়ায় ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায় এ সময় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি কমছে বলে গতকাল জানিয়েছেন পাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। ২৪ ঘণ্টার মধ্যে জলস্তর বিপদসীমার নিচে নামতে পারে। ধরলা ও দুধকুমারেও পানির স্তর নেমে যাচ্ছে। আগামী দিনগুলোতে আশা করা যায়, দেশের উত্তরাঞ্চলের নদীগুলোর পানির স্তর কমতে থাকবে। প্রদত্ত যে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়নি, জল কিছুটা ধীরে ধীরে নিষ্কাশন হতে পারে। যমুনার জলস্তর পোড়াবাড়ি পয়েন্টে বন্যার স্তরের সামান্য উপরে বা কাছাকাছি। এটা তেমন বিপজ্জনক নয়।
পাউবোর এই প্রকৌশলীর মতে, ২০ আগস্ট (রবিবার) পর্যন্ত, উপরিভাগে কম বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে উল্লেখযোগ্য বন্যার কোনো আসন্ন হুমকি নেই।
পাউবো দাবি করেছে যে গতকাল বিকেল ৩টায় যমুনা পোড়াবাড়ি পয়েন্টে পানির চিহ্নের ৪ সেন্টিমিটার ওপরে এবং তিস্তা কাউনিয়া পয়েন্টে পানির চিহ্নের ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
লালমনিরহাটের তিস্তাতীরে ভাঙন
জেলার নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করলেও আদিতমারী উপজেলার তীরবর্তী এলাকায় ভাঙনের প্রভাব পড়ছে স্থানীয়দের। উপজেলার বাহাদুরপাড়া এলাকার মহিষখোঁচা ইউনিয়নে গত তিন দিনে অন্তত ১২টি বসতি নদীর তলদেশে বিলীন হয়ে গেছে।
ইউএনও জিআর আদিতমারীর সারওয়ারের মতে, বাহাদুরপাড়ার কিছু বাসিন্দা তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে এবং অন্যরা তা করতে পারেনি। তাদের পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।