চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক

সংগৃহীত

কেরানীহাট-বান্দরবান সড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল থেকে দূরপাল্লার যাত্রী, লোকাল ও মিনিবাস, পিকআপ ভ্যান, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করছে মহাসড়ক দুটি। পানি পুরোপুরি নেমে গেলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কোথাও কোথাও পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার মহাসড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম ছিল। আজ সকালে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের চালক হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তিনি জানান, বন্যার কারণে চন্দনাইশ ও সাতকানিয়ার কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। এরপর সব যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। গতকাল সড়ক থেকে পানি নেমে যাওয়ার পর যানবাহন চলাচল শুরু করে। তবে খানা-খন্দের সৃষ্টি হওয়ায় গাড়ি সাবধানে চালাতে হবে।

কেরানীহাট-বান্দরবান সড়কের যাত্রীবাহী বাস কাউন্টারের লাইনম্যান আবুল বশর জানান, গতকাল চট্টগ্রাম ও বান্দরবানের মধ্যে কয়েকটি বাস চলাচল করছে। তবে বান্দরবানের উদ্দেশ্যে কোনো বাস কেরানীহাট ছেড়ে যায়নি। আজ সকাল থেকে কেরানীহাট থেকে বান্দরবানের মধ্যে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে।

বন্যার পর খাবার পানির সংকট দেখা দেওয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার বেলা ১১টায়
কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম বলেন, বাসে চট্টগ্রাম থেকে কক্সবাজার ও বান্দরবান যেতে কেরানীহাট হয়েই যেতে হয়। দুই সড়কই বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। সড়ক থেকে বন্যার পানি সরে যাওয়ায় আজ ভোর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।