নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ায় গার্মেন্টস বন্ধ ঘোষণা, ভাঙচুর

সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর ভরাণ এলাকায় পিমকি অ্যাপারেলস লিমিটেডের কর্মচারীরা তাদের বেতন চেক পেতে এক দিনের বিলম্ব অনুভব করেছেন। এই বিলম্বের কারণ কেন্দ্র করে আন্দোলনের মুখে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে। বিক্ষোভ চলাকালে শ্রমিকরা ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করে এবং ঢাকা-মঙ্গমনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে।

বুধবার সকাল থেকে সকাল ১০টা পর্যন্ত টঙ্গীর ভরাণ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শ্রমিকরা বেশ কয়েকদিন ধরে নিজেরাই ওভারটাইমের জন্য লড়াই করছিল বলে জানা গেছে। বেতন ৭ তারিখের পরিবর্তে ৮ আগস্ট দেওয়া হয়, যা প্রতি মাসে পরিশোধ করা উচিত।

দেরিতে বেতন প্রদানের বিষয়ে শ্রমিকদের অভিযোগের কারণে ওভারটাইমের চাহিদা বেড়েছে। এরপর ওভারটাইম বেতন এবং মজুরি দ্রুত পরিশোধের দাবিতে আন্দোলন শুরু হয়।

আন্দোলনের সময় শ্রমিকরা কারখানার ভেতরে ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়।

এরপর টঙ্গীর সেনাকল্যাণ ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন কারখানার শ্রমিকরা। পুলিশের অবরোধের কারণে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করতে পারেনি। এসময় পুলিশ ও শ্রমিকরা একে অপরকে ধাওয়া করে।

শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে হালকা লাঠিচার্জ করে। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, সার্ভারে ত্রুটির কারণে পরের দিন বেতন পরিশোধ করা হয়নি। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করলে শ্রমিকরা অতিরিক্ত দাবি তোলেন। কর্মীরা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে।

 

প্রতিকূল পরিস্থিতির কারণে গত ৯ আগস্ট বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। দাবি আদায়ে শ্রমিকরা বর্তমানে টঙ্গীর কারখানা অধিদপ্তরে অবস্থান করছেন। পুলিশ প্রধান আরো বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।