বরগুনা বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তার (তহসিলদার) ঘুষ দাবির ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তহসিলদার জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৫ আগস্ট শনিবার তহসিলদার জসিমকে বরগুনা জেলা প্রশাসকের কাজলয় (এসএ) শাখা প্রশাসনিক ছুটিতে রেখেছিল। বেতাগীর সহকারী ভূমি কমিশনার বিপুল সিকদার এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অফিস আদেশে সম্প্রতি বরখাস্ত হওয়া হোসনাবাদ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) জসিম উদ্দিনকে ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) পদে নিয়োগ দেওয়া হয়েছে। দেলোয়ার হুসেনকে বলা হয়েছে কর্মদিবসে তার সব দায়িত্ব ফিরিয়ে দিতে।
মোঃ দেলোয়ার হোসেন পূর্বে বাকাবুনিয়া ইউনিয়ন বামনা উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য যে স্থানীয় মিডিয়া কর্মীরা ভূমি অফিসে কাজ করতে আসা একজন ব্যক্তির সাথে সাম্প্রতিক ঘুষ দাবির কথোপকথনের 1 মিনিট 20 সেকেন্ডের একটি ভিডিও পেয়েছে। সেই ভিডিওতে তহসিলদার জসিম উদ্দিনকে বলতে শোনা যায় যে মিউটেশনের জন্য ১০০০০ টাকা খরচ হবে এবং আমি ১০ পয়সার কম দিলেও তা আমার মাধ্যমে হবে না।
পরে ৩ আগস্ট এলাকাবাসী সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে।
‘অনলাইনে ঘুষের দাবিতে কালের কণ্ঠ, বেতাগীতে তহসিলদারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল’ শিরোনামে প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের খবর পাওয়া গেছে।
ঘুষসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলেও তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ভূমি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করে। পরে তহসিলদার জসিম উদ্দিনকে বরখাস্ত করা হয়।