বস্তাবন্দী লাশের দুই পা বিচ্ছিন্ন পচন ধরা বৃদ্ধার লাশ

সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার খুকি বেগম (৮০) দুই দিন ধরে বিচ্ছিন্ন ডান পা ছাড়াই চলে গেছেন। শনিবার রাত পর্যন্ত, মামলা বা সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি।

গত শুক্রবার বিকেলে উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া তালপুকুর পাড়ার লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়; এটি একটি বস্তায় মোড়ানো ছিল, তার জুতা ছিন্ন করা হয়েছিল এবং সে পচে গিয়েছিল।

পুলিশ, পাড়ার বাসিন্দা ও স্বজনরা জানায়, নিহত খুকি বেগম বগুড়া উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া তালপুকুর পাড়ার খোরশেদ আলমের স্ত্রী। স্বামী সরে গিয়ে আবার দ্বিতীয় বিয়ে করেন। খুকি বেগম তার ছেলেদের নিয়ে পাশেই থাকতেন। তিনি মাঝেমধ্যে তার মেয়ে ও নাতি-নাতনিদের দেখতে যেতেন।

গত বুধবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হন। তারপর, পরিবারের সদস্যরা বিশ্বাস করেন যে তিনি একটি বাড়িতে ডাকতে যাচ্ছেন। শুক্রবার বিকেলে বাড়ির পাশের লিচু বাগানে দুই পা আলাদা করে বস্তায় মোড়ানো অবস্থায় তার গলিত লাশ উদ্ধার করা হয়। পরে, কাছাকাছি একটি পুকুরে একটি বাম পা ছিল যা হাঁটুর উপরে কেটে ফেলা হয়েছিল। শনিবার ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শনিবার রাত পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি। এই সময়ে কোন তথ্য উপলব্ধ নেই. কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এলাকায় খোঁজাখুঁজি করে এবং পাশের একটি পুকুরে একটি বড় জাল ফেলা সত্ত্বেও মহিলার বিচ্ছিন্ন ডান পা কোথাও পাওয়া যায়নি। এ ব্যাপারে এখনো তদন্ত চলছে।