তাপপ্রবাহ অব্যাহত থাকবে দিনাজপুরে ৪১ ডিগ্রি রেকর্ড

যারা তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে
প্রতীকী ছবি

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

তীব্র গরম আর চলমান তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অব্যাহত লোডশেডিংয়ে কাবু হয়ে পড়েছে মানুষ। রাস্তায় কমে গেছে মানুষের চলাচল। গরমে শিশু আর বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে।

এদিকে, দিনাজপুরে চলতি মৌসুমের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) এই তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, গত কয়েক দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮/৩৯ ডিগ্রি থাকলেও বৃহস্পতিবার সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। বাতাসের আর্দ্রতা ২৪ শতাংশ।

তীব্র গরম আর চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। অতিরিক্ত গরম আর অব্যাহত লোডশেডিংয়ে মানুষ কাবু হয়ে পড়েছে। রাস্তায় কমে গেছে মানুষের চলাচল। গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বিশেষ করে শিশু আর বৃদ্ধরা বেশি অসুস্থ হচ্ছে। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানায়।

আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এছাড়া বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ দমকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে জানানো হয়, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে বলা হয়, দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।

ঢাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্য অস্ত যাবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, শুক্রবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।