ফরিদপুরের ভাঙ্গায় ছেলেধরা সন্দেহ করে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
এ ব্যাপারে ফরিদপুর ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেছি। সঠিক তথ্য বের করতে এবং যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।
এলাকা সূত্রে জানা যায়, অপরিচিত লোকটিকে অনেকক্ষণ ধরে ভাঙ্গার বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন অনেকেই। তারাবির নামাজের সময় একটি বাচ্চা নিয়ে টানাটানি করতে দেখে লোকজনের সন্দেহ হয়। পরে বাসস্ট্যান্ডে থাকা শত শত লোক এসে তাকে ধরে গণপিটুনি দেয়।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুর ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।