রাজধানী ঢাকায় ৯ বছর পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৪ এপ্রিল, শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ২০১৪ সালে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ২০১৪ সালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ঢাকার তাপমাত্রা এত উপরে উঠেনি। ৯ বছর পর ২০২৩ সালের ১৪ এপ্রিল আবার সেই তাপমাত্রা অনুভব করল রাজধানীবাসী।
১৯৬০ সালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ১৯৬০ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা দেখল ঢাকা।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।