সাত দফা দাবি আদায়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

সাত দফা দাবিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ গণঅনশন করেছে। আজ শনিবার সকাল ১০টা থেকে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনশন কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

মানববন্ধনকারীরা জানান, সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে দেশব্যাপী এ মানববন্ধন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নরেশ চন্দ্র হালদার, সদস্য সচিব মধ্যম সিদ্ধা আকাশ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব দেবাশীষ চন্দ, নারী নেত্রী রুথ এমেল্ডা গমেজ, সদস্য দিলীপ কুমার সিদ্ধা, জীবন মণ্ডল, নরেন্দ্র সিদ্ধা, বিনয় ডেভিড গমেজ, চন্দন সরকার, উত্তম সাহা প্রমুখ।