রাসেলস ভাইপারের কামড় থেকে বাঁচার উপায়

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, আড্ডা-আলোচনায় সর্বত্রই উঠে আসছে রাসেলস ভাইপার নামে বিষধর এক সাপের প্রসঙ্গ।

দক্ষ সাঁতারু হওয়ায় ভয়ংকর রাসেলস ভাইপার সাপ এরইমধ্যে নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। তাই সবাইকে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

নির্দেশনামূলক ওই বিবৃতিতে বলা হয়েছে, রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার আশঙ্কা কম। এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস, বন, ঝোপ-জঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে।

সাপের কামড় এড়াতে করণীয়

* যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে, সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

* লম্বা ঘাস, ঝোঁপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন। গর্তের মধ্যে হাত-পা ঢুকাবেন না।

* সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরুন।

* রাতে চলাচলের সময় অবশ্যই টর্চলাইট ব্যবহার করুন।

* বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখুন।

* পতিত গাছ, জ্বালানি লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন।

* সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না।

* প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করুন বা কাছের বন বিভাগের অফিসকে অবহিত করুন।

Scroll to Top