পুরো মুখের সৌন্দর্যই ম্লান হয়ে যেতে পারে কেবল ঠোঁটের চারপাশে যদি কালচে ভাব তৈরি হয়। শীতকালে এ সমস্যা আরো বেশি হয়। শুষ্কতাই দায়ী এর পেছনে। তবে অল্প যত্নেই এ সমস্যাকে দূর করা সম্ভব।
জেনে নিন ঘরোয়া উপাদানে কিভাবে বিদায় জানাতে পারেন এ সমস্যাকে –
লেবু ও মধু : ত্বকে কোলাজেন বাড়াতে সাহায্য করে লেবুর রস। একই সঙ্গে দাগ ছোপ দূর করতেও ভীষণ সাহায্য করে। একটা বাটিতে লেবুর রসের সঙ্গে অল্প করে মধু এবং দই মিশিয়ে সেটা ঠোঁটের চারপাশে লাগান। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। কয়েক দিন নিয়মিত ব্যবহারেই কালচে ভাব দূর হবে।
আলুর রস : আলুর রস ত্বকের উজ্জ্বলতা ফেরায়। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল, যা ত্বকের জন্য উপকারী। আলু বেটে এর রস বের করে ঠোঁটের চারপাশে লাগান। একদম শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। খুব দ্রুতই মুক্তি পাবেন ঠোঁটের চারপাশ কালচে হয়ে যাওয়ার সমস্যা থেকে।
পেঁয়াজের রস : এই উপাদান ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে। কারণ এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। তাই ঠোঁটের পাশে দাগ ছোপ দূর করতে হলে পেঁয়াজের রস লাগান।
এমন কিছু ঘরোয়া উপাদানে ঠোঁটের চারপাশের কালচে হওয়া ভাব কমে যায়। তবে এর পরও না হলে ত্বকের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: হিন্দুস্তান টাইমস