শীত পড়তে শুরু করেছে।
প্রতিদিন ব্যবহারের ফলে বালিশ যেমন শক্ত হয়;তেমনি লেপ, তোশক, কম্বল ও জাজিমের ক্ষেত্রে এমনটা ঘটে।
লেপ পরিষ্কারের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা জরুরি। শিমুল তুলার লেপ বা বালিশ কখনোই ধোয়া বা ড্রাইওয়াশ করা যাবে না। লেপটা শুধু রোদে দিন। লেপের সুবিধার মধ্যে একটি হচ্ছে এর জন্য আলাদা কভার থাকে, যা লেপের তুলনায় অনেক হালকা। তাই লেপ রোদে দিলেও কভার ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিন। যখন লেপটি তুলে রাখার সময় আসবে তখনো একই ভাবে ধুয়ে লেপ ও এর কভার পরিষ্কার করে রেখে দিন। বাড়তি সতর্কতা হিসেবে ন্যাপথলিন যোগ করতে ভুলবেন না।
শীতকালে কম্বল অনেকের কাছেই বেশ প্রিয়। শীতে ব্যবহারের আগে কম্বল লন্ড্রি থেকে ড্রাইওয়াশ করিয়ে আনা ভালো। চাইলে ঘরে বসেও এটি ধুয়ে নেওয়া সম্ভব। কম্বল ব্যবহারের জন্য ডিটারজেন্টের বদলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। প্রথমে শ্যাম্পু গোলানো পানিতে ১০ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর আযত্নলতোভাবে হাত দিয়ে কচলে ধুয়ে ফেলুন। ভালোভাবে পানি ঝরিয়ে ছায়াযুক্ত স্থানে বাতাসে শুকাতে দিন। ব্যবহারের সময় মাঝেমধ্যে কম্বলটি রোদে দিন। কম্বলে যাঁদের অ্যালার্জি তাঁরা কভার ব্যবহার করতে পারেন। আর উঠিয়ে রাখার সময়ও কভার দিয়েই উঠিয়ে রাখবেন।
আজকাল কমফোর্টার বেশ জনপ্রিয়। শুধু শীতকালে নয়, যাঁরা ঘরে এয়ারকন্ডিশনার ব্যবহার করেন, তাঁদের অনেকেই সারা বছর কমফোর্টার ব্যবহার করেন। এটি লেপ ও কম্বলের তুলনায় ওজনে হালকা। যত্ন, সংরক্ষণও সহজ। তবে দীর্ঘদিন পর ব্যবহারের জন্য কমফোর্টার ড্রাইওয়াশ করিয়ে নিন। কমফোর্টারের ওপরে কভার লাগিয়ে নিতে পারেন। এতে বারবার ওয়াশ করতে হবে না। কেবল কভার ডিটারজেন্টমিশ্রিত পানি দিয়ে ধুয়ে নিলেই চলবে।