ঘরে বসে নিজে তৈরি করুন লিপস্টিক

বিভিন্ন ধরনের প্রসাধনীর মধ্যে লিপস্টিক ব্যবহার করেন না এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। বর্তমানে নারীরা দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করেন।

তবে বাজারচলতি লিপস্টিক যত ভালোই হোক না কেন, তা আসলে ঠোঁটের জন্য হতে পারে ক্ষতিকর। ঠোঁট কালো হয়ে যাওয়া থেকে শুরু করে ফুসকুড়ি ওঠাসহ নানা সমস্যা দেখা দিতে পারে নিম্নমানের লিপস্টিক ব্যবহারে।

এজন্য প্রাকৃতিক উপায়ে তৈরি লিপস্টিক ব্যবহারে উৎসাহিত হতে হবে সবারই। চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের শেডের লিপস্টিক। এজন্য ব্যবহার করুন কিছু প্রাকৃতিক উপাদান।

উপকরণ

১. কার্নুবা মোম এক চা চামচ
২. চালের মোম এক চা চামচ
৩. ক্যান্ডেলিল্লা মোম এক চা চামচ
৪. শিয়া বাটার ৩ চা চামচ
৫. ক্যাস্টর ওয়েল ২ চা চামচ
৬. ক্যামেলিয়া সিড অয়েল এক চা চামচ
৭. প্রাকৃতিক রং ১ চা চামচ যে কোনও
৮. সিলিকন মোল্ড ও
৯. লিপস্টিকের টিউব।

 

কীভাবে তৈরি করবেন লিপস্টিক?

প্রথমে একটি পাত্র নিন। এবার পাত্রটি গরম করুন। তাতে একে একে দিন তিনটি মোম, শিয়া বাটার ও তেল।
কী রঙের লিপস্টিক তৈরি করবেন, সেই মতো যে কোনো প্রাকৃতিক রং বেছে নিন।

যেমন- ধরুন বিটরুটের রস। নিশ্চয়ই আপনার কাছে খালি কোনো না কোনো লিপস্টিকের মোল্ড আছে। সেই মোল্ডে ঢেলে দিন মিশ্রণটি। ১৫ মিনিট অপেক্ষা করুন। দেখবেন মিশ্রণটি মজাট বেঁধে গেছে।

 

Scroll to Top