ঘুমানোর ভঙ্গীতেই জেনে নিন আপনার সঙ্গী আপনাকে কতটা ভালোবাসে

সাধারণত সম্পর্কের তিক্ততা আমরা আড়াল করি। বাইরে থেকে দেখে সবসময় দুজন মানুষের মধ্যকার সম্পর্ক পরিমাপ করা যায় না। অনেক ভঙ্গুর সম্পর্ককেও খুব মধুর মনে হয়।

কিন্তু সম্পর্কের জটিলতা প্রকাশ পেয়ে যায় ঘুমের মধ্যে। কেননা অবচেতন মন আমাদের স্লিপিং পজিসন বা ঘুমানোর ভঙ্গি নিয়ন্ত্রণ করে। জেনে নিন আপনার সঙ্গী আপনাকে কতটা ভালোবাসে।

কর্কটাবস্থান: দুজনে একে অপরের সঙ্গে এমন এক অবস্থানে আছেন, যেখানে একেবারে জড়িয়ে ধরেও নেই আবার ছেড়েও নেই, বুঝতে হবে এই সম্পর্কে আরেকটু বোঝাপড়া দরকার। দরকার অনেকটা অন্তরঙ্গতা।

নির্ভরতার অবস্থান: যদি দেখা যায় পুরুষ সঙ্গীর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছেন নারী। তাহলে বুঝে নিতে হবে সঙ্গীর উপর অগাধ ভরসা তার এবং নির্ভরও করেন।

বালিশ আলাপ: শরীর স্পর্শ না করে বালিশে মাথা রেখে মুখোমুখি শুয়ে ঘুমান যারা তাদের সম্পর্কে দরকার নিজস্ব কথোপকথন।

বুকে মাথা: পুরুষটির বুকে মাথা রেখে ঘুমাচ্ছেন নারী। বুঝতে হবে এ সম্পর্ক একেবারেই নতুন। প্রেম সবে গড়ে উঠতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top